ঢাকা ১১:১২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
সর্বশেষ:
চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত: বাণিজ্য উপদেষ্টা শিক্ষকদের দাবি যৌক্তিক, ২০% বাড়িভাড়া বৃদ্ধির সামর্থ্য অর্থনীতিতে ফেরেনি: প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের উপস্থিতিতে মিশরে গাজা শান্তিচুক্তি সই চীনের তৈরি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ । চালু হলো বিনিয়োগকারীদের জন্য একক ডিজিটাল গেটওয়ে ‘বাংলা বিজ’ জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি: এনবিআর ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু নতুন বাংলাদেশ তৈরি করতে সমঝোতায় আসতেই হবে: প্রধান উপদেষ্টা ডাকসু নির্বাচনপরাজিত হলেও নির্বাচনী ইশতেহার পূরণের অঙ্গীকার আবিদের ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার, বেড়েছে সূচক-লেনদেন

দল ও জনগণ চাইলে অবশ্যই নির্বাচন করব: মনির খান

বিনোদন ডেস্ক



সংগীতশিল্পী মনির খান অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। চল্লিশের অধিক একক অ্যালবাম রয়েছে তার। প্রাপ্তির ঝুলিতে রয়েছে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই কণ্ঠশিল্পী বরাবরই রাজনীতি সচেতন। যুক্ত রয়েছেন বিএনপির রাজনীতির সঙ্গে।

গত কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছে, বিএনপি থেকে পদত্যাগ করেছেন। এ নিয়ে যখন চর্চা চলছে, তখন নীরবতা ভাঙলেন এই গায়ক। গুঞ্জন উড়িয়ে বললেন—“আমি বিএনপি ছাড়িনি।”

মনির খান একটি গণমাধ্যমে বলেন, “২০১৮ সালের একটি তথ্যকে বিকৃত করে সামনে আনা হচ্ছে, যেটা মোটেও সত্য নয়। আমি দলের পদ ছেড়ে দিয়েছি, দল ছাড়িনি।”

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ছিলেন মনির খান। তবে এখন কোনো পদে নেই। এ বিষয়ে মনির খান বলেন, “২০১৮ সালে আমি বিএনপির ওই পদ থেকে অব্যাহতি নিই। আমি দল ছাড়িনি। আমি বিএনপি ছিলাম, আছি। যে গুজব ছড়ানো হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। গত ১০ বছর ধরে এলাকার সবকিছু গুছিয়ে এনেছি। এলাকায় মানুষজন আমাকে পছন্দ করছেন। একটি শ্রেণি এসব পছন্দ করছেন না। তাই গুজব ছড়াচ্ছেন।”

বিএনপির টিকিটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা ব্যক্ত করে মনির খান বলেন, “আমি এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। যদি দল চায়, জনগণ যদি চায়; আমাকে যোগ্য মনে করে তাহলে আমি অবশ্যই নির্বাচন করব। আমার তেমনই প্রস্তুতি রয়েছে। আমি ভক্তদের বলব, এসব গুজবে কান না দেওয়ার জন্য।”

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দল ও জনগণ চাইলে অবশ্যই নির্বাচন করব: মনির খান

আপডেট সময় ০৮:২৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫



সংগীতশিল্পী মনির খান অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। চল্লিশের অধিক একক অ্যালবাম রয়েছে তার। প্রাপ্তির ঝুলিতে রয়েছে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই কণ্ঠশিল্পী বরাবরই রাজনীতি সচেতন। যুক্ত রয়েছেন বিএনপির রাজনীতির সঙ্গে।

গত কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছে, বিএনপি থেকে পদত্যাগ করেছেন। এ নিয়ে যখন চর্চা চলছে, তখন নীরবতা ভাঙলেন এই গায়ক। গুঞ্জন উড়িয়ে বললেন—“আমি বিএনপি ছাড়িনি।”

মনির খান একটি গণমাধ্যমে বলেন, “২০১৮ সালের একটি তথ্যকে বিকৃত করে সামনে আনা হচ্ছে, যেটা মোটেও সত্য নয়। আমি দলের পদ ছেড়ে দিয়েছি, দল ছাড়িনি।”

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ছিলেন মনির খান। তবে এখন কোনো পদে নেই। এ বিষয়ে মনির খান বলেন, “২০১৮ সালে আমি বিএনপির ওই পদ থেকে অব্যাহতি নিই। আমি দল ছাড়িনি। আমি বিএনপি ছিলাম, আছি। যে গুজব ছড়ানো হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। গত ১০ বছর ধরে এলাকার সবকিছু গুছিয়ে এনেছি। এলাকায় মানুষজন আমাকে পছন্দ করছেন। একটি শ্রেণি এসব পছন্দ করছেন না। তাই গুজব ছড়াচ্ছেন।”

বিএনপির টিকিটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা ব্যক্ত করে মনির খান বলেন, “আমি এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। যদি দল চায়, জনগণ যদি চায়; আমাকে যোগ্য মনে করে তাহলে আমি অবশ্যই নির্বাচন করব। আমার তেমনই প্রস্তুতি রয়েছে। আমি ভক্তদের বলব, এসব গুজবে কান না দেওয়ার জন্য।”

নিউজটি শেয়ার করুন