ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
সর্বশেষ:
চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত: বাণিজ্য উপদেষ্টা শিক্ষকদের দাবি যৌক্তিক, ২০% বাড়িভাড়া বৃদ্ধির সামর্থ্য অর্থনীতিতে ফেরেনি: প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের উপস্থিতিতে মিশরে গাজা শান্তিচুক্তি সই চীনের তৈরি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ । চালু হলো বিনিয়োগকারীদের জন্য একক ডিজিটাল গেটওয়ে ‘বাংলা বিজ’ জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি: এনবিআর ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু নতুন বাংলাদেশ তৈরি করতে সমঝোতায় আসতেই হবে: প্রধান উপদেষ্টা ডাকসু নির্বাচনপরাজিত হলেও নির্বাচনী ইশতেহার পূরণের অঙ্গীকার আবিদের ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার, বেড়েছে সূচক-লেনদেন

২২ ডিসেম্বর ‘আমার দেশ’ পুনরায় বাজারে আসছে

নিজস্ব প্রতিবেদক



আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ হওয়ার প্রায় এক যুগ পর বাজারে আসছে ‘আমার দেশ’ পত্রিকা। আগামী রোববার (২২ ডিসেম্বর) থেকে দৈনিক পত্রিকাটি বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছেন এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।


মাহমুদুর রহমান বলেন, ‘শূন্য থেকে শুরু করে দুইমাসের মধ্যে জাতীয় পত্রিকা বের করা প্রায় অসম্ভব ছিল। তবুও প্রথমদিন থেকেই পাঠকের চাহিদামত আমার দেশ পত্রিকা চেষ্টা করে যাচ্ছে। পুনপ্রকাশের এই নতুন যাত্রায় পত্রিকাটি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে। পত্রিকাটি সঠিক খবর তুলে ধরার চেষ্টা করবে।’


মাহমুদুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের গুণগান গাওয়ার কারণে পত্রিকার ওপর পাঠকের আস্থা কমে গেছে। পাঠকও কমে গেছে। যতই অনলাইনের যুগ হোক, ছাপা পত্রিকার আলাদা একটা গুরুত্ব আছে। আমরা সেটা ফিরিয়ে আনার চেষ্টা করব। কোনো দলের সঙ্গে আমাদের সঙ্গ নাই। যে দল গণতন্ত্রের পক্ষে থাকবে আমরা তার পক্ষে থাকব।’


সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দৈনিক পত্রিকাটির নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ডেপুটি চিফ রিপোর্টার বাশির জামাল। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ প্রমুখ।


২০১০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ১০ দিনের জন্য আমার দেশ পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়। এরপর ২০১৩ সালের এপ্রিলে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার এবং আমার দেশ পত্রিকার প্রিন্ট সংস্করণ বন্ধ করে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

২২ ডিসেম্বর ‘আমার দেশ’ পুনরায় বাজারে আসছে

আপডেট সময় ০৪:৫১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪



আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ হওয়ার প্রায় এক যুগ পর বাজারে আসছে ‘আমার দেশ’ পত্রিকা। আগামী রোববার (২২ ডিসেম্বর) থেকে দৈনিক পত্রিকাটি বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছেন এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।


মাহমুদুর রহমান বলেন, ‘শূন্য থেকে শুরু করে দুইমাসের মধ্যে জাতীয় পত্রিকা বের করা প্রায় অসম্ভব ছিল। তবুও প্রথমদিন থেকেই পাঠকের চাহিদামত আমার দেশ পত্রিকা চেষ্টা করে যাচ্ছে। পুনপ্রকাশের এই নতুন যাত্রায় পত্রিকাটি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে। পত্রিকাটি সঠিক খবর তুলে ধরার চেষ্টা করবে।’


মাহমুদুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের গুণগান গাওয়ার কারণে পত্রিকার ওপর পাঠকের আস্থা কমে গেছে। পাঠকও কমে গেছে। যতই অনলাইনের যুগ হোক, ছাপা পত্রিকার আলাদা একটা গুরুত্ব আছে। আমরা সেটা ফিরিয়ে আনার চেষ্টা করব। কোনো দলের সঙ্গে আমাদের সঙ্গ নাই। যে দল গণতন্ত্রের পক্ষে থাকবে আমরা তার পক্ষে থাকব।’


সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দৈনিক পত্রিকাটির নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ডেপুটি চিফ রিপোর্টার বাশির জামাল। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ প্রমুখ।


২০১০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ১০ দিনের জন্য আমার দেশ পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়। এরপর ২০১৩ সালের এপ্রিলে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার এবং আমার দেশ পত্রিকার প্রিন্ট সংস্করণ বন্ধ করে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন