সর্বশেষ:
দ্বিতীয় জয়ের দেখা পেল রাজশাহী
ক্রীড়া ডেস্ক
০৫:৪৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
প্রথমে ব্যাট হাতে ২৯ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেললেন। এরপর বল হাতে ২ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২টি উইকেট তুলে নিলেন। রায়ার্ন বার্লের এমন অলরাউন্ড নৈপূণ্যে ভর করে পঞ্চম ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পেল রাজশাহী। অন্যদিকে টানা দুই জয় তুলে নেওয়া খুলনা টাইগার্স পেল প্রথম পরাজয়ের স্বাদ।
আজ শুক্রবার (১০ জানুয়ারি, ২০২৫) বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭৮ রান করে। জবাবে রাজশাহীর নিয়ন্ত্রিত বোলিং ও দারুণ ফিল্ডিংয়ে ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫০ রানে থামে খুলনা। ২৮ রানের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী।