বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত জাতীয় দলের কোচ এখন আনচেলত্তি
বিশ্ব ফুটবলের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেছেন। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত (১৪ মাসের জন্য) ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ইতালিয়ান এই কোচ।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ বলছে, আনচেলত্তির বার্ষিক বেতন প্রায় ৫০ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৮ কোটি টাকা), যা তাকে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া জাতীয় দলের কোচে পরিণত করেছে। তবে আগে ‘বিইন স্পোর্টস’ বলেছে, বার্ষিক বেতনের পরিমাণ ১১ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৩৪ কোটি টাকার বেশি)।
চুক্তির আওতায় আনচেলত্তি প্রতি মাসে প্রায় ৪ মিলিয়ন রিয়াল (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৮ কোটি টাকার বেশি) বেতন পাবেন। এছাড়া ব্রাজিল যদি তার অধীনে বিশ্বকাপ জেতে, তাহলে ৫ মিলিয়ন ইউরো (প্রায় ৭০ কোটি টাকা) অতিরিক্ত বোনাস পাবেন তিনি। আরও রয়েছে ব্যক্তিগত জেট ব্যবহারের সুযোগ এবং রিও দে জেনেইরোতে একটি বিলাসবহুল ভিলার ভাড়া বহনের শর্ত।
এদিকে রোববার রিওতে নামার পর সোমবারই আনচেলত্তি তার প্রথম স্কোয়াড ঘোষণা করেন, আগামী ৫ ও ১০ জুন ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য। এই দায়িত্বে তিনি দরিভাল জুনিয়রের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি ১৪ মাস দায়িত্বে থাকার পর গত মার্চে বরখাস্ত হন।
ফুটবল ইতিহাসে সর্বাধিক সম্মানিত কোচদের একজন আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের হয়ে ২০২৪ সালের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে আসার পরই তিনি ব্রাজিল দায়িত্বে যোগ দিলেন।















