জাতীয় লিগের প্রথম সেঞ্চুরি তানজিদ তামিমের
এবারের জাতীয় লিগের প্রথম দিনই সেঞ্চুরির কৃতিত্ব দেখালেন তানজিদ হাসান তামিম। জাতীয় দলের এ বাঁ-হাতি ওপেনার আজ শনিবার সিলেট স্টেডিয়ামে খুলনার বিপক্ষে ১৩৩ বলে ১৯ বাউন্ডারি ও ৪ ছক্কায় ১৪১ রানের ঝড়ো ইনিংস উপহার দিলে তার দল রাজশাহী পায় বড় সড় স্কোরের ভিত।
তানজিদ তামিম আউট হয়ে গেলেও অভিজ্ঞ মিডল অর্ডার ফরহাদ হোসেন আর শাখির হোসেন শুভ্র পঞ্চম উইকেটে ১৩৪ রানের বড় জুটি গড়লে প্রথম দিন শেষে রাজশাহীর স্কোর দাড়ায় ৩৮৫ (৪ উইকেটে)। ফরহাদ ৯১ আর শাখির ৬১ রানে ব্যাট করছেন।
রাজশাহী প্রথম ইনিংস: ৩৮৫/৪ (৯০ ওভার), তানজিদ তামিম ১৪৫, সাব্বির হোসেন ১৮, হাবিবুর রহমান সোহান ১৩, প্রিতম কুমার ৪৬, ফরহাদ হোসেন ৯১ নট আউট, শাখির হোসেন শুভ্র ৬১ নট আউট; শেখ মাহদি ২/১০৭, আল আমিন হোসেন ১/৮১, আব্দুল হালিম ১/৬)।
এদিকে সিলেট আউটার স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে অপর ম্যাচে ঢাকা মেট্রোর সংগ্রহ ১ উইকেটে ১০২। তারুণ্য নির্ভর ঢাকা মেট্রোর পক্ষে তরুণ ওপেনার আনিসুল ইসলাম ইমন ৫৯ বলে ৭ বাউন্ডারিতে ৩৬ রান করে আউট হলেও অপর ওপেনার ইমামউজ্জামান ৩৫ ও আইচ মোল্লাহ ২৭ রানে অপরাজিত।